ফিট হতে না পারায় ফিরে গেলেন শাবনূর, অনিশ্চয়তায় তিন সিনেমা

Uncategorized
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় নেই চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি। তবে আজও তাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন নায়িকার ভক্তরা। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। এবার দেশে এসে নতুন খবর দিলেন শাবনূর।

তিনটি নতুন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে নতুন করে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিলেন শাবনূর। চলচ্চিত্রগুলো হচ্ছে— ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনও ভালোবাসি’।

মা হওয়ার পর ফিটনেসে অনেকটাই পরিবর্তন এসেছে শাবনূরের। বলা যায়, মোটা হয়ে গেছেন তিনি। তাই নির্মাতাদের কাছ থেকে ফিট হতে সময় চেয়ে নেন এই নায়িকা। পুরোপুরি ফিট হওয়ার পরই সিনেমায় অভিনয় করার ঘোষণা দেন শাবনূর। এদিকে ফিট হতে না পারায় ফিরে গেলেন শাবনূর, অনিশ্চয়তায় পড়েছেন ওই তিন সিনেমা।

এভাবে হুটহাট তিন সিনেমার ঘোষণা শাবনূরের জন্য খুব একটা ইতিবাচক হয়ে আসেনি। সিনমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা। সিনেমাপ্রেমীদের পাশাপাশি নানান মন্তব্য করেছেন অনেক নির্মাতাও। তাদের ভাষ্য—এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি। মেদ ঝড়িয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল।

তবে দেরিতে হলেও পরিচালকদের ওইসব কথা কানে নিয়েছেন শাবনূর। তিনটি সিনেমার ঘোষণা দিলেও কোনোটিরই শুটিং শুরু করতে পারেননি তিনি। তার আগেই অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছে তাকে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন শাবনূর। তাই ফিট হতেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। কিন্তু এবার চলে যাওয়ার পর কবে নাগাদ ফিরবেন সেটা এখনও অজানা।

শাবনূরের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, নিজেকে ফিট করতেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন শাবনূর। ওজন কমিয়ে ফিট হয়ে দেশে ফিরেই তারপর শুটিং শুরু করবেন তিনি।

গেল বছরের শেষ দিকে শোনা গিয়েছিল, মার্চে ‘মাতাল হাওয়া’ সিনেমার শুটিং শুরু করার ইচ্ছা পোষণ করেছিলেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী। আর এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং করবেন, এমনটাই জানিয়েছিলেন আরাফাত হোসাইন।

তবে বর্তমানে এ দুই চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব নয়, কবে শুটিং শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে শাবনূরের নতুন তিনটি সিনেমা নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *