বড়াইগ্রামে পুঠিমারী খাল এক কিলোমিটার পুনঃ খননের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে পুঠিমারী খাল পুনঃ খনন এক কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্বাবধায়নে পানাসি প্রকল্পের আওতায় মোট ১০ লাখ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান

তারমিন এন্টারপ্রাইজ খালটির খনন কাজ করছে। এ খালটির খনন সম্পন্ন হলে স্থানীয় চারটি বিলের স্থায়ী জলাবদ্ধতার অবসান ঘটবে বলে জানা গেছে।

শনিবার সকাল ১২টায় এই খালের ভরতপুর অংশে মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য নাটোর -৪ (গুরুদাসপুর – বড়াইগ্রাম) আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল সভাপতিত্বে ও মাসুদ করিম বাকী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু,, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ মোঃ আনোয়ার হোসেন দুলাল, জেলা পরিষদের সদস্য মোছাঃ হুমাইয়ারা জাহান রিয়া, ও বিএডিসি’র সহকারী প্রকৌশলী জিয়াউল হক বক্তব্য রাখেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে খালটি খনন শুরু হওয়ায় স্থানীয় ৪-৫টি গ্রামের বাসিন্দারা চরম উচ্ছাস প্রকাশ করেছেন।
#
আজ তারিখ
২-৩-২০২০ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *