জন্মভূমি ডেক্স
রাজশাহীর তানোরে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। বুধবার বেলা ১১টায় প্রথমে তানোর উপজেলার (ভূমি) অফিস এরপর তানোর পৌরসভা ও তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
দুপুর ১২ টার দিকে কামারগাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে কামারগাঁ গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগয়ি কমিশনার। বেলা সাড়ে ১২ টায় কামারগাঁ (ভুমি) অফিস ও নতুন একটি রাস্তা পরিদর্শন করেন তিনি।
এসময় তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তানোর সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড আবিদা সিফাত , তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন