জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যয়নরত
মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম কে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহসান শাওন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের বিদায়ী সভাপতি তানজির আহমেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সিঁথী আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ৪৭তম ব্যাচের মোঃ ইমরান আলী, মাসুম বিল্লাহ, মিরাজ হোসেন, শাহরিয়ার ইসলাম অয়ন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ৪৭তম ব্যাচের শিক্ষার্থী প্রীতম ঘোষ এবং ৪৮তম ব্যাচের রিয়াজুল ইসলাম, প্রজয় বকশী।
সাংগঠনিক সম্পাদক পদে আছেন ৪৯তম ব্যাচের মোঃ মেহেদী হাসান, মেহেদী হাসান অনিক, ফিরোজ আহমেদ, তানজিলা আফরিন নুপুর, তাহমিদ ওহি, তানজিন তারিন।
কোষাধ্যক্ষ পদে মীর মনিমুল হক (৫০তম ব্যাচ)। দপ্তর সম্পাদক সজিবুর রহমান সবুজ (৫০তম ব্যাচ)।
এছাড়াও প্রচার সম্পাদকে রাজিবুল ইসলাম রানা, ভর্তি পরিক্ষা পরিচালনা সম্পাদকে মুশফিকা নাজনিন টুম্পা, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকে সানজিদা পারভিন, যোগাযোগ বিষয়ক সম্পাদকে জান্নাতুল ফেরদৌস, ক্রীড়া সম্পাদকে মঞ্জুরা মওলা তামিম রয়েছেন।
সহ-সম্পাদক পদে শিপন বিশ্বাস, নয়ন আহমেদ, খালিদ ফাগুন, ইলা-উর রহমান, জায়না সাবা জ্যোতি, মনীষা সাহা, আতাউর রহমান, জুনাইদ ইসলাম, রবিউল হাসান, অসীম বিশ্বাস,নুসরাত জাহান লোপা, আদ্রিতা জাফ্রিন শ্রেয়া, কাজি হেলেন, সুদীপ্তা শিকদার, প্রজ্ঞা প্রতীতি, সুমাইয়া ওয়াদুদ সুখি, সামিয়া আফরিন, মৌমিতা কুণ্ডু, রাবেয়া আক্তার রাজু, নিঝুম নাদিয়া, জান্নাতুল বুসরা রিধি রয়েছেন।
কার্যকরী সদস্য পদে রয়েছেন পারভেজ হোসাইন নিশান, লিমশ চৌধুরী, শাবিল দিপু, ফিরোজ আহমেদ, শিবলু, মঞ্জুরুল ইসলাম, আকাশ কুণ্ডু, মৌমিতা তাবাচ্ছুম, তিথি বিশ্বাস, মুশফিকা ইকফাত জলি, তানিয়া রহমান তন্নি, মীম আক্তার, ইসরাত ইভা, অবন্তিকা দাস।