সাংবাদিক নয়নের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ শিহাব উদ্দিন টোকনলালপুর নাটোর প্রতিনিধি

ঝিনাইদহ আইসিটি সংলগ্ন চাকলাপাড়া এলাকায় মাদক ব্যবসাহিদের সিন্ডিকেটের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয়  দৈনিক সুর্য্যোদয় পত্রিকায় সহ সম্পাদক ও দৈনিক  ক্রাইম তালাশ পত্রিকার সম্পাদক  ও প্রকাশক মাহমুদুল  কবির নয়নের  উপর হামলার প্রতিবাদে নাটোর লালপুর উপজেলায় ৬ নং দোয়ারিয়া ইউনিয়ন আবেদ মোর বাজারে সামনে সাংবাদিক সংস্হা লালপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

২০/২/২৪ তাং মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় টিটিয়া আবেদ মোড় বাজারে সামনে সাংবাদিক সংস্হা লালপুর উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে লালপুর উপজেলার দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন টোকন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধি হিসেবে লালপুর উপজেলায় কর্মরত আছেন সাংবাদিকরা শিহাবউদ্দিন টোকন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, ইং ১৬/২/২৪ তাং শুক্রবার রাত আনুঃ৯ঘটিকার ঝিনাইদহ আইসিটি সংলঘ্ন চাকলাপাড়া এলাকায় মাদকদ্রব্য ও অপকর্মের তথ্যের ভিক্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে সন্ত্রাসী হামলা করে কতিপয় স্হানীয় কিছু মাদক ব্যাবসায়ী শীর্ষ সন্ত্রাসীরা।
তবে জানা যায় হামলাকারী আই,এসটি সংলগ্ন ঝিনাইদহ চাকলাপাড়া এলাকার আবির,পিতা-ইসমাইল, রিপন,তরিকুল সহ কতিপয়৮/৯জন মাদক ব্যাবসায়ী শীর্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মাহমুদুল কবির নয়নের উপর অতর্কিত ভাবে হামলার ঘটনা ঘটায়। এঘটনার পরিপেক্ষিতে ঝিনাইদহ সদর থানা ৮/৯ জন কে অভিযোগ করে একটা মামলা দায়ের করা হয়।ইতোমধ্যে ১ জনকে আটক করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্হা লালপুর উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব শাখার সভাপতি মোঃআলাউদ্দিন জালাল
বলেন

সাংবাদিক ও সম্পাদক মাহমুদুল
কবির নয়নের ওপর সন্ত্রাসী হামলা কারিদের অতর্কিত
হামলায় দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়

সাংবাদিক আশরাফু ও জীবন হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংস্হার সকল কর্মরত সাংবাদিক  বৃন্দ।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানান

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
মোঃ শিহাব উদ্দিন টোকন
এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। এ ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান মানববন্ধনে

অংশগ্রহণকারী সাংবাদিক বৃন্দ।
প্রেরক,
মোঃ শিহাব উদ্দিন টোকন
লালপুর নাটোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *