বিশেষ একটি চরিত্রে পুলিশ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন আজম খান

 

বিনোদন ডেস্ক

চা ছাড়া আমাদের চলেই না। আমরা প্রায় সবাই প্রতিদিন কয়েকবার করে চা পান করি। এ যেন জীবনেরই অংশ। চা না পান করে জীবন পার করে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

আর সেই চা উৎপন্নকারী চা বাগানের শ্রমিকদের বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের গল্প নিয়ে অন্যরকম ভালোবাসার চলচ্চিত্র এই ছায়াবৃক্ষ।

ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাচ্ছে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য এই চলচ্চিত্রটি আপনার পাশের প্রেক্ষাগৃহে।

অপু বিশ্বাস, নীরব, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, সুমিত, ডনসহ অনেক গুণী শিল্পী এবং কলাকুশলী কাজ করেছেন এই চলচ্চিত্রে। ছায়াবৃক্ষে বিশেষ একটি চরিত্রে পুলিশ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন এ সময়ের পরিচিত মুখ আজম খান।

এ বছরে ছায়াবৃক্ষ আজম খানের মুক্তি প্রাপ্ত প্রথম চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় রয়েছে আজম খান অভিনীত শোয়াইবুর রহমান রাসেলের নন্দিনী, প্রয়াত কবরী সারোয়ারের এই তুমি সেই তুমি, আবু সায়ীদের সংযোগ, মিশুক মনির দেয়ালের দেশ এবং অনিরুদ্ধ রাসেলের জামদানী।

২০১৫ সন থেকে আজম খান শোবিজে নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র, বিজ্ঞাপন আর সংগীত ভিডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *