
আমাদের জন্মভূমি নিউজ ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো রাজশাহীতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দোয়া করেছেন প্রাণপ্রিয় নেত্রীর জন্য।
উনার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। এসময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা ছাড়াও নগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।
উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্ট্রতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।
জানাজার নামাজ শুধু রাজশাহীতে নয় অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জেলায়। পাশাপাশি মূল জানাজার সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ একই সময়ে গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজাকে ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম ঘটে। দলীয় সীমারেখা ছাপিয়ে সর্বস্তরের মানুষের ঢলে পুরো উপজেলার প্রাণকেন্দ্র কেরানীহাট এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বুধবার দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই কেরানীহাট, আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে জনস্রোতে মুখর হয়ে ওঠে পুরো কেরানীহাট চত্বর।
গায়েবানা জানাজায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ মানুষ, বয়স্ক মুসল্লি, যুবকদের উপস্থিতিও চোখে পড়ে। গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন সাতকানিয়া মডেল মসজিদের খতিব মো. মিজানুর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত জানাজায় চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। নামাজের পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
চাঁদপুর : চাঁদপুরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায়। বুধবার দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। নামাজ চলাকালীন অনেক নেতাকর্মীকে চোখের পানি ধরে রাখতে দেখা যায়নি। কেউ হাত তুলে দোয়া করছিলেন, কেউ আবার অঝোরে কাঁদছিলেন—নেত্রীকে হারানোর শঙ্কা, দীর্ঘ রাজনৈতিক লড়াই আর স্মৃতির ভারে ভারী হয়ে উঠেছিল পরিবেশ। জানাজায় বিএনপি ছাড়াও জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। জানাজায় মহানগর বিএনপির নেতা কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের দুই হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তার মৃত্যুতে রংপুর জুড়ে শোকের আবহ বিরাজ করছে।
বগুড়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মূল জানাজার সময়ের সঙ্গে মিল রেখে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহণে বগুড়া শহরজুড়ে শোকের আবহ বিরাজ করে। বুধবার বিকেল তিনটায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ও আশপাশের এলাকা মুসল্লি ও শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।গায়েবানা জানাজায় ইমামতি করেন আলতাফুন্নেসা খেলার মাঠ জামে মসজিদের ইমাম। জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে সংহতি জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ীরা। সাধারণ মানুষও শোক প্রকাশ করেছেন। মরহুমার মাগফেরাত কামনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ মিলিতভাবে দোয়া ও স্মরণসভায় অংশ নেন।
রাজবাড়ী: রাজবাড়ীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আয়োজনে সুরাজ মোহিনী ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোস্তফা সিরাজুল কবির ইমামতি করেন। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৩টা ৩ মিনিটে অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে এই জানাজা সম্পন্ন হয়। এই মূল জানাজাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি বড় পর্দার মাধ্যমে প্রদর্শন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। তারা পর্দায় প্রদর্শিত জানাজার দৃশ্য অনুসরণ করে জানাজার নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। ঢাকা যেতে না পারলেও লাখো মানুষের সাথে একই সময়ে জানাজা ও মোনাজাতে অংশ নিতে পেরে খুশি নেতাকর্মী ও সাধারণ মানুষজন।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহর নামাজের পর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আমলাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুড়িগ্রাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুড়িগ্রাম জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারিভাবে ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
