বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা, লাহোরে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ নারী দল

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

তানজিলা মিসকাস্টাফ রিপোর্টার
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ড নারী দলকে ২ উইকেটে হারিয়ে জয়ে যাত্রা শুরু করল টাইগ্রেসরা।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। ধারাবাহিক ব্যাটিংয়ে তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান। বাংলাদেশের বোলাররা মাঝেমাঝে ব্রেকথ্রু এনে দিলেও আইরিশ ব্যাটাররা বেশ ভালোভাবে খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বাংলাদেশ মাঝপথে চাপের মুখে পড়ে। একদিকে রান তোলার চেষ্টা, অন্যদিকে নিয়মিত উইকেট হারানো—এই টানাপোড়েনের মধ্যেও ব্যাটাররা দৃঢ়তা দেখান। ম্যাচের শেষভাগে এসে ‍উইকেট পড়ে গেলেও ৪৯.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে আত্মবিশ্বাসী শুরু করল নিগার সুলতানার দল। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যালান্সড পারফরম্যান্স তুলে ধরেছে মেয়েরা।

আগামী ম্যাচগুলোতে এই ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশ নারী দলের জন্য মূল পর্বে জায়গা করে নেওয়ার পথ আরও সহজ হবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *