এম,এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার প্রাচীনতম: শিক্ষা প্রতিষ্ঠান বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক, গত নির্বাচনে দল মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য দিদারুল আলম মিয়াজীকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে স্কুলটির পক্ষ থেকে। ৫ এপ্রিল (শনিবার) বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যাওয়ার পর ফুল দিয়ে তাকে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিএনপি নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা রিয়াদ ভূঁইয়া ও মোঃ মিজানুর রহমান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
