শুভেচ্ছা বার্তাঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘা পৌরসভা সহ উপজেলা বাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদলের সদস্য ও বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এই পবিত্র দিনে আমরা যেন ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনে আরও দৃঢ় হই। সকলের মঙ্গল ও দেশের উন্নতি কামনা করছি।”
তিনি আরও যোগ করেন, “ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অসহায় ও গরীবদের পাশে আমরা সবাই এগিয়ে আসি। সমাজের সবার সহযোগিতায় এই উৎসবকে সত্যিকার অর্থে অর্থবহ করে তুলতে হবে।“
যুবদল নেতা আল আমিন এর জন্ম বাঘা পৌরসভার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। বাঘা উপজেলার যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিচিত একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। তার এই ঈদ বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে।
ঈদ উপলক্ষে তিনি সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির জন্য দোয়া চান।