সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীপবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী জেলার বিভিন্ন বাজারে ও মোড়ে মোড়ে সাধারণ পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন।
বৃহস্পতিবার ( ২৭ মার্চ) মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ইফতার পূর্ব মুহূর্তে বাঘা উপজেলার নারায়নপুর বাজারে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। ইফতার বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন উপস্থিত নেতা-কর্মীরা।
এ সময় রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজনের সাথে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন প্রাং, সদস্য মাহফুজুর রহমান ডালিম, আসাদুজ্জামান রাজা,ইফতেখার আহমেদ জিমু, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবুর রহমান জুয়েল, সাবেক ছাত্রদল নেতা সাবাজ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর ফায়সাল তুর্য্য, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক মিলন, মোখলেছুর রহমান লিটু সহ বাঘা পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে রাজশাহী জেলার বিভিন্ন বাজারে ও মোড়ে সাধারণ পথচারী রোজাদার মানুষের মাঝে মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অতীতের ন্যায় মানবিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।