আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির গ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে দিবসের শুরুতে ২৬শে মার্চ বুধবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানাপুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, বিএনপি পরিবার, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ, সাবরেটিষ্ট্রি অফিস ও সমিতি,সরকারের বিভিন্ন দপ্তর একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী তোজ্জামেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফিল উদ্দিন, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,স্কাউটস, রোভার স্কাউটস ও গালর্স গাইড অংশগ্রহন করে।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও কামাল হোসেন এর সভাপতিত্বে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে গনহত্যা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্ররস্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *