মোঃ শাকিল আহামাদ রাজশাহী
রাজশাহীর মহানগরীর ১৭ নং ওয়ার্ড ভুগরইল এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় দায়ের করা মিথ্যা হত্যা মামলায় হাইকোর্ট থেকে অগ্রিম জামিন পেয়েছেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ নিশাত রহমান পাপ্পু।
মামলার এজাহারে মোঃ নিশাত রহমান পাপ্পু কে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীরা আদালতে জানান, মোঃ নিশাত রহমান পাপ্পুর সঙ্গে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।
মহামান্য হাইকোর্ট মোঃ নিশাত রহমান পাপ্পুর জামিন আবেদন মঞ্জুর করে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি থেকে রক্ষা করার নির্দেশ দেন।
এ বিষয়ে মোঃ নিশাত রহমান পাপ্পু বলেন, “আমি এই মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসার শিকার । ন্যায়বিচারের আশায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি।” হাইকোর্টের মহামান্য বিচারক আমার অগ্রিম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, রাজশাহী ভুগরইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন নিহত হন এ ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিনের ছেলে মোঃ মিন্টু বাদী হয়ে
নিরপরাধ ব্যক্তিদের নামে অভিযোগ এনে মামলা দায়ের করেন।