মোহনপুর এসিআই মটরসের বার্ষিক ‘সোনালিকা ডে সার্ভিস’ ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
মোহনপুর এসিআই মটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় ‘সোনালিকা ডে- ২০২৪ ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে সার্ভিসের কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠানে এসিআই মটরস লিমিটেডের স্থানীয় ট্রাক্টর ডিলার আবুল কালাম, আবু বক্কর ছিদ্দিক , সাউথওয়েস্ট পার্টের জেনারেল ম্যানাজার মোঃ শামীম হোসাইন, রাজশাহী ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মেহেদী হাসান, টি এম তানভীর আহমেদ, রিকভারি টেরিটোরি ম্যানেজার মোঃ মাসুদ আলম, ইন্জিনিয়ার মারুফ বিল্লাহ্ সহ এসিআই মটরসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্ষিক সোনালিকা ডে সার্ভিস ও মতবিনিময় সভায় গ্রাহকদের ৭০টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয়, এছাড়া স্পেয়ার পার্টসে ১০%, লুব ওয়েলে ৬% ও রোটাভেটর এর ব্লেডে ৫% ডিসকাউন্টে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। প্রতিটি বুকিং ও ডেলিভারি কাস্টমারদের জন্য ছিল আকর্ষণীয় উপহার ও নগদ ক্যাশ ডিসকাউন্ট।
উক্ত আয়োজনে সকল কাস্টমার, ড্রাইভর ও সোনালিকা লাভারদের ফ্রি হেলথ চেকআপ, ফ্রি ঔষধ সরবরাহ করাসহ উপস্থিত সকলের জন্য ছিল বিভিন্ন গেম শো আয়োজন ও পুরস্কারের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *