কালাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাইয়ে ২০শে মার্চ ২০২৫, কালাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান এবং কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জনাব জাহিদ হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিন সরকার, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নাফিউ্য জামান তালুকদার ডলার, কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক শ্রী রামবাবু বর্মনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে অতিথিরা স্থানীয় সাংবাদিকতার অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন এবং এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং অতিথিরা দেশের উন্নয়ন ও সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *