কোপার ফাইনালে আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন ব্রাজিলের রেফারি’

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি স্পোর্টস ডেস্ক
বিশ্ব ফুটবলে চলছে আর্জেন্টিনার দাপট। সবশেষ আট মাস আগে হওয়া কোপা আমেরিকার ফাইনালেও শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির দল। এবার যা নিয়েই অভিযোগের আঙুল তুলেছেন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজের দাবি, ম্যাচ পরিচালনা করা ব্রাজিলিয়ান রেফারি হোদোলফো তস্কি আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময়ে গড়ানো সেই ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাউতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। এবার সেই ম্যাচেই পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন রদ্রিগেজ।

আসরসেরার পুরস্কারজয়ী এই প্লে মেকার স্প্যানিশ সাংবাদিক এদু আগিরেকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, বাড়তি সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা।

তিনি বলেন, ‘কোপা আমেরিকা আমাদের দারুণ কেটেছিল। বাইরের কিছু ব্যাপার জড়িত না থাকলে আমরাই হয়তো জিততাম। ব্রাজিলিয়ান রেফারি (ভিএআর) হোদোলফো তস্কির অনেক বড় প্রভাব ছিল। তিনি একটি বা দুটি পেনাল্টি দেননি। আমার মতে, এটা খুবই পরিষ্কার ছিল।’

টুর্নামেন্টের সূচিতে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রদ্রিগেজের, ‘আমরা এমন সব শহরে খেলেছিলাম, যেগুলো একটা থেকে অন্যটা অনেক দূরে। সে তুলনায় আর্জেন্টিনা অনেক কম ভ্রমণ করেছে। আমরা খুব ভালো ছন্দ নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে এসেছিলাম। ফাইনালে খুব ভালো খেলছিলাম। কিন্তু সব কিছু ওদের পক্ষে গেছে। আমি বলছি না, জয় ওদের প্রাপ্য নয়, তবে সত্যিটা হচ্ছে বাইরের প্রভাব ছিল এবং সেটাই আমাদের পিছিয়ে দিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *