হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া গ্রেফতার।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা রাসেল মিয়া (৩৩)কে ডেবিল হান্ট অভিযানে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৯ মার্চ) সকাল আনুমানিক ১১টায় যৌথ বাহিনী জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ভূমি অফিস কার্যালয় থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে বলে জানা যায়।
আটককৃত ভূমি উপসহকারী কর্মকর্তা রাসেল মিয়া (৩৩)চুনারুঘাট উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি রজব আলীর কনিষ্ঠ পুত্র।
উল্লেখ্যে উপজেলার নতুন-ব্রিজ (শায়েস্তাগঞ্জ) বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।উক্ত মামলার ৩৬ নম্বর আসামি ছিলেন তিনি।
গেল বুধবার (১১ সেপ্টেম্বর ২৪) চুনারুঘাট যুব-দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে একদল লোক আন্দোলকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়।এজাহার সূত্রে আরও জানা যায়, মামলার আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফির্সাস ইন চার্জ (ওসি) মোঃ নূর আলম। তিনি বলেন, সেনাবাহিনী তাকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *