মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে “জেলার সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থী” ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। এর আগে, বেলা ১১টায় নওগাঁ মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, ইন্টার্ন চিকিৎসক ডা. ফারহান সাদিক রওনকসহ বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার মান দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। প্রতি বছর প্রকাশিত ফলাফলে তা বারবার প্রমাণিত হয়েছে। এরপরও যদি এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে নওগাঁ থেকে সারাদেশে ধান-চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র না করে দ্রুত নওগাঁ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *