নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে গৃহবধুর শ্বশুর হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। সে তানোরের মোহাম্মদপুর গ্রামের সইমুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বাড়িতে কেউ না থাকার সুবাদে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর হাবিবুর। পরে লোকলজ্জায় ওই গৃহবধূ কাউকে কিছু না জানিয়ে তার বাপের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দীঘিপাড়া গ্রামে চলে যায় সে।
এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে স্বামী রবিউল নাচোলে যান শুক্রবার। এরপর স্ত্রী রবিউলকে সেদিনের ন্যাকারজনক ঘটনা খুলে বলেন।
এর পর শুক্রবার বিকেলে রবিউল তার শ্বশুর বাড়ি থেকে একা ফিরে এসে বাবা হাবিবুর রহমানের সাথে বিবাদে জড়ান। এর পর এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত গ্রামবাসীর কাছে থেকে অভিযুক্ত হাবিবুর কে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে তার বাবা হাবিবুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। বর্তমানে হাবিবুর রহমান তানোর থানা হেফাজতে আছে। শনিবার সকালে রাজশাহী কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।