রাজশাহীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠত

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহী মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত।

শুক্রবার ৭ মার্চ নগরীর একটি মিলনায়তনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ওয়ার্ড দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী আন্দোলনের মাঠপর্যায়ের নেতৃত্ব, তাদেরকে নিজ ময়দানে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে। বিগত ১৫ বছরে বাতিল শক্তি আমাদের উপর চরম জুলুম নির্যাতন করলেও এই ময়দানে ইকামাতে দ্বীনের কাজ বন্ধ করতে পারেনি। জামায়াতে ইসলামী এদেশে গণমানুষের প্রাণের সংগঠন হিসেবেই পরিচিত। মানুষ এখন দলে দলে জামায়াতের সহযোগী হয়ে উঠছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় মানুষ এখন সৎ লোক খুঁজে বেড়াচ্ছে মানুষ, আর সেই সৎ লোক জামায়াতের মধ্যে আছে এ কথাও জনগণ বুঝে গেছে। ফলে রাষ্ট্র সংস্কার ও সমাজ পরিবর্তনে এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা কেরামত আলী । তিনি তার বক্তব্যে বলেন, আমরা যারা ওয়ার্ড ও ইউনিয়নে দায়িত্ব পালন করি তারা ইকামাতে দ্বীনের দাওয়াত সরাসরি জনগণের সামনে উপস্থাপন করি। পেশাজীবিগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দাওয়াতী কাজ করে থাকে। আল্লাহর একান্ত অনুগ্রহে আমরা এই আন্দোলনের দাওয়াত পেয়েছি। এই জিম্মাদারির হক আদায় করতে হবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী এটা নবীওয়ালা কাজ। আমাদের প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডের ইউনিট গুলোকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দায়িত্বশীলদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিনয় ও আন্তরিকতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। আমাদের শুধু জামায়াতের নেতা নই, আমাদের নিজ ময়দানে সকল শ্রেনি-পেশার মানুষের নেতায় পরিণত হতে হবে। সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা রাখতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে।

উক্ত দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *