রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রেড ব্লক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত ৮ থেকে নগরীর মণিচত্বর, সাহেববাজার, জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার দেখা যায়নি যৌথ বাহিনী সদস্যদের। তবে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। এই রেড ব্লক ডেভিল হান্টেরই অংশ বলছেন যৌথ বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকেই রাজশাহী মহানগরীর ছয়টি থানা এলাকায়, টহল চেকপোস্ট ও রেড ব্লক অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় সন্দেহ ভাজন বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও ফুটফাত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। তাদের কাছ থেকে চাওয়া হয়েছে চাঁদাবাজদের সুনির্দিষ্ট তালিকা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাইনুল ইসলাম জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আজকে রেড ব্লক অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনী কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন এলাকা ও জনসমাগম এলাকায় এই অভিযান পরিচালনা করে। তবে এই ঘটনা এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কাউকে আটক করা হয়নি।

মাইনুল আরও বলেন, মূলত আমরা ছিনতাই ও ডাকাতি রোধে জনসচেতনতা চালাচ্ছি এবং মানুষকে আশ্বাস্ত করছি তাদের পাশে রয়েছি আমরা। এরপরও কোন জায়গায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *