নিজস্ব সংবাদদাতা
জমিজাম সংক্রান্তের জের ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক হায়দার আলীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গোড়াগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মহিষালবাড়ীতে শিক্ষক ও সাংবাদিক হায়দায় আলীর বাসভবনে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বাধীন ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল। এঘটনায় গোড়াগাড়ী মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ্যসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় গোদাগাড়ী পৌরসভা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক শিক্ষক ফায়েক আলী রুবেল এর নেতৃত্বে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জেরে বিএনপি নেতা নবাব আলী জুয়েল, মঞ্জুর রহমান ডালিম, জাহিদুল ইসলাম স্বজল, বশির আহমেদ, মিজানুর রহমান সুভ, সিয়ামসহ ২৫ থেকে ৩০ জন শিক্ষক ও সাংবাদিক হায়দার আলীর বাসভবনে ধারালো দেশীয় অস্ত্র সমেত হামলা চালায়। এতে, বাসভনের পেছন অংশে থাকা টিনের চালা ভেঙ্গে পড়ে। ইটের দালাল ভেঙ্গে হামলাকারীরা বাসভবনের অভ্যন্তরে প্রবেশ করে আসবাবপত্রসহ নানান সামগ্রি লুট করে।
অভিযুক্ত শিক্ষক ফয়েজ আলী রুবেল রাজশাহী-১( গোদাগারী -তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিশেষ আস্থাভাজন ও ডানহাত বলে পরিচিত। আওয়ামী লীগ সরকারের সময় ওমর ফারুক চৌধুরীর সাথে সখ্যতা তুলে দলীয়পদ ভাগিয়ে নিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে।
এঘটনায় অভিযুক্ত শিক্ষক ফয়েজ আলী রুবেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর থেকে ফ্যাসীবাদী সরকারের সহযোগীতায় হায়দার আলী আমাদের বন্টন না হওয়া জমির বেশিরভাগ অংশ দখল করে ছিলো। দীর্ঘ সময় তার সাথে টানা পোড়েন চললেও তা সমাধান হয় নি৷
অন্যদিকে আরেক অভিযুক্ত জাহিদুল ইসলাম সজ্বল হামলার বিষয়টি শিকার করে বলেন, আসলে আমরা হামলা করি নি৷ আমরা তাদের বাসায় কথা বলতে গেলে তারা হামলার বিষয়টি সাজায়৷ তবে, সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে৷
অভিযোগকারী ওই শিক্ষকের দাবী, পরিকল্পিতভাবে তারা আমার বাসায় হামলা চালায়৷ হামলার সময় আমার ছেলের করা একটি ভিডিও রয়েছে৷ এছাড়া হামলার পরিকল্পনা করার হোয়াটসঅ্যাপের একটি স্কিনশট আমার কাছে আছে৷ আওয়ামীলীগের নেতা হয়ে তারা বৈষম্যহীন এই রাষ্ট্রব্যবস্থায় আমার মতো একজন সাংবাদিক এবং একজন শিক্ষকের বাসায় হামলা চালিয়েছে। ঘটনার পর থেকে আমিও আমার পরিবার ভীত ও ক্ষতিগ্রস্ত।
তিনি আরো বলেন, ফয়েজ আলী রুবেলের আওয়ামী লীগ সরকারের সময় দলীয় পদ ভাগিয়ে নানান সুবিধা নিয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে বড় বিএনপি নেতা সাজতে চাইছে এবং তাদেরকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার বাড়ীতে হামলা লুটপাট ও প্রাণনাশের হুমকি অব্যাহত ও মেরে ফেলার ষড়যন্ত্র করছে।
অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার্স ইনচার্জ বলেন, আমরা গত ২৫ তারিখ একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷