রাজশাহীতে মরহুম এ্যাড কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোসাম্মৎ রত্না আক্তার
রাজশাহীতে সাবেক এমপি ও ভুমি মন্ত্রী মরহুম এ্যাড কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বৃদ্ধির পাটাল এলাকায় সারাদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির হোসেন অস্থির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক। তিনি বলেন আমাদের উচিত যুবকদেরকে খেলায় উৎসাহ দেওয়া এতে যুবকরা নেশাগ্রস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবে। বিগত সরকারের আমলে এ ধরনের খেলা আমার চোখে পড়েনি। আমরা চাই যুব সমাজ সামনের দিকে এগিয়ে যাক। যুবক ছাত্র জনতা দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। তারেক রহমানের দেশ গড়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে মোঃ নাসির হোসেন অস্থির এর সহযোগিতায় কৃষক দলের নেতা মোঃ রজব আলী এ টুর্নামেন্টের আয়োজন করে। তিনি বলেন নাসির হোসেন অস্থির এর সহযোগিতায় আমরা এলাকাবাসী মিলে এই খেলার আয়োজন করি। আমি চাই এরকম খেলা প্রতি বছরই হোক।

অন্যদিকে এলাকাবাসী বলেন যে এরকম খেলা এর আগেও এই মাঠে এখনো হয়নি খেলা দেখে আমরা আনন্দিত আমরা প্রতিবছর এরকম খেলা হোক।

বক্তব্য শেষে দুই দলের মধ্যে প্রধান অতিথি ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন হয়েছে ২ গোল দিয়ে বেলাল একাদশ এবং রানার আপ হয়েছেন শরীফ একাদশ । খেলায় ট্রফি জিতে উভয় দলই আনন্দিত এবং খুশি। তারা বলেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি খেলার আয়োজকদেরকে এবং প্রতি বছর যেন তারা এরকম খেলার আয়োজন করতে পারে ।

উক্ত খেলায় দর্শক হিসেবে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেন ।

খেলাটি আয়োজন করে ২নং ওয়ার্ড যুব সম্প্রদায়, বৃদ্ধির পাটাল, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *