মোহনপুরে ইসলামি বক্তাকে প্রাণ নাশের হুমকি

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর উপজেলা প্রতিনিধি
কাফনের কাপড় রেডি, শেষ খাওয়া খেয়ে নে’, চিরকুটে এমন কথা লিখে রাজশাহীর মোহনপুর উপজেলায় এক ইসলামি বক্তা হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহকে (২৭) প্রাণনাশের হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার বাসার সামনে চিরকুট লিখে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওইদিন দুপুরে মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই ইসলামি বক্তা হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহ (২৭) উপজেলার পরিজুনপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জিডিতে ওই বক্তা উল্লেখ করেছেন, ‘আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারা দেশে ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে থাকি। রাজশাহীতে (নগরীতে) বাসা ভাড়া নিয়ে থাকি।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জানায়, কে বা কারা আমার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে আমার নাম দিয়ে অশ্লীল গালাগালসহ প্রাণনাশের হুমকির কথা লিখেছে।

আমি ওই সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে ওই কাগজ দেখতে পাই। রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এ কাজ করেছে বলে ধারণা করছি।’

বাসার সামনে ৬টি চিরকুট লেখা রয়েছে বলে তিনি জানান। গালাগাল করে চিরকুটে লেখা ছিল- ‘আমরা আবার ফিরবো ভয়ঙ্কর রূপে, তোরা প্রস্তুত হয়ে যা। তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে, তোর কবরের কাছে দিয়ে আসবো।

খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখবো তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে? তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’

এ বিষয়ে হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহ বলেন, হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে আমি সামনের সারিতে ছিলাম এবং অনেককে আন্দোলনে নিয়ে গেছিলাম। এরপর থেকে হুমকি আসতে থাকে। আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, থানায় জিডি হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত বিষয় বেরিয়ে আসবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *