রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এ সময় ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত, অনুদঘাটিত মামলা, মূলতবি মামলা, অপমৃত্যু মামলা, সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মামলা ইত্যাদি বিষয়ে পুলিশ সুপার মহোদয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন।

সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়। এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *