রাজশাহীতে এক মতবিনিময় শেষে বাড়ি ফেরার পথে পবায় যুবদলকর্মী নিহত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
মতবিনিময় শেষে বাড়ি ফেরার পথে রাজশাহীর পবায় যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পবার রামচন্দ্রপুর বাজার এলাকায়। নিহত যুবদলকর্মী হলেন জেলার দুর্গাপুরের হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪৫)।

এ ঘটনায় আরও একজন যুবদলকর্মী ও আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৬)।

প্রত্যক্ষদর্শীরা জানাই শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলের চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে শাজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে। সভা শেষে ফেরার পথে শাহজাহান ও শফিকুল সড়ক দুর্ঘটনার স্বীকার হন। এতে শাহজাহান আলী মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *