রামেক হাসপাতাল থেকে নগরীতে অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ইউনুস আলী স্টাফ রিপোর্টার
অ্যাম্বুলেন্স
রোগী পরিবহনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩০০ টাকায় ভাড়া পাওয়া যাবে অ্যাম্বুলেন্স। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যে কোনও জায়গায় এই ভাড়ায় রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।

বুধবার (১৫ জানুয়ারি) এক সংক্রান্ত একটি লেখা রামেক হাসপাতালের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এদিন রাতে ভাড়া নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, রামেক হাসপাতালের অ্যাম্বুলেন্সের সরকারি ভাড়া নির্ধারণ করা আছে। তবে বাইরের পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে রোগী পরিবহণে রোগীর স্বজনদের সঙ্গে প্রায় সময় বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার। এই সমস্যা সমাধানের জন্য পাবলিক অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে কথা বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। এই সেবাটি প্রদানের জন্য মোট ৬টি অ্যাম্বুলেন্স রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স অর্থাৎ এটিতে হৃদরোগে আক্রান্ত রোগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এগুলোর মধ্যে ৫টি এসি ও ১টি নন-এসি এ্যাম্বুলেন্স।

রাজশাহী সিটি করপোরেশনের ভেতরে এই অ্যাম্বুলেন্স সেবার খরচ মাত্র ৩০০ টাকা (নির্ধারিত)। এছাড়া রামেক হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শ মতো মুমূর্ষু রোগীকে ঢাকায় স্থানান্তরের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১০ টাকা হিসেবে (আনুমানিক ৬ হাজার ৭৩০ টাকা) অ্যাম্বুলেন্স সেবা নেওয়া যাবে। রামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রামেক হাসপাতালের অ্যাম্বুলেন্সের সরকারি ভাড়া নির্ধারণ করা আছে। পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে ভাড়া নিয়ে সমস্যার কথা শোনা যায়। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালের পরিচালক পাবলিক অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে সভা করেছেন। সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে ভাড়ার বিষয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। যাতে করে কোনও রোগী ও তাদের স্বজনদের প্রতারিত না হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *