স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম )
মাওলানা সাদ পন্থী তাবলীগের সাথী বেলাল ভাই হত্যা মামলায় নিজামুদ্দীন মূলধারার তাবলীগের মুফতি মুয়াজ বিন নুর কে আটক করা হয়েছে, সেই বেলাল ভাই নিজামুদ্দীন মূলধারার তাবলীগের ৪৪০১ নং জামাতের ২৩/১১/২০২৪ তারিখের পর্চাতে জামাত বন্দি হয়ে কাকরাইল থেকে রাজবাড়ীতে ১চিল্লার সফরের উদ্দেশ্য গিয়েছিলেন, এরপর ৫-দিনের জোরে টঙ্গীর উদ্দেশ্যে ১৭ ডিসেম্বর ২০২৪ ময়দানে আসেন, আর জোবায়ের পন্থী হেফাজতের মাদ্রাসার ছাত্ররা বেলাল ভাইকে গরু জবাইয়ের ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে আবার নিজামুদ্দীন মূলধারার তাবলীগের সাথীদের নামেই মামলা করেন, ২৩ ডিসেম্বর ২০২৪ ইং।
