জন্মভূমি নিউজ ডেস্ক:
সাতক্ষীরায় শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। শনিবার সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে।
সাতক্ষীরার স্থানীয় বাসিন্দা নাঈমুর রহমান বলেন, হঠাৎ এই বৃষ্টির কারণে অনেকেই শীতবস্ত্র নিয়ে ঘরের বাইরে বের হতে পারছে না। কৃষকদেরও কিছুটা সমস্যা হচ্ছে, কারণ ধান শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
জুলফিকার আলী বলেন, শনিবার সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস