নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকট শফিকুল হক মিলন বলেন, গতকালকে বাংলাদেশের রাজনীতি মেরুকরণ হয়েছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে সময়ে সংবিধানে উল্লেখ করা হয়েছিলো সকল নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান পর্যন্ত সবার জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে এসেই সংবিধান সংশোধনীর নাম করে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছে।
রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউয়িনের কুঠিপাড়া স্কুল মাঠে বড়গাছী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এগুলো কথা বলেন।