আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)থেকে: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশনের পার্শ্বে গনকবরে জাতীর সূর্য সন্তানদের স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সাহাবুদ্দীন, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফিল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।#