প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন কে গলা কেটে হত্যার হুমকি

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি, চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন কে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম আপন গত সোমবার (৯ ডিসেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সময় মোঃ সিরাজুল ইসলাম আপনের সাথে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী কেউ হত্যার হুমকি দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ভবানীপুর গ্রামের শরিফ আহমেদের ছেলে হাসিনুর রহমান (৪০)। দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, গত রবিবার ৮ তারিখে সন্ধ্যা ৬টার দিকে অষ্টমনিষা বাজারে মোঃ সিরাজুল ইসলাম আপন চলনবিলের আলো পত্রিকা অফিস কার্যালয়ে অবস্থানকালে হাসিনুর রহমান হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম আপন। মোঃ সিরাজুল ইসলাম আপন আরও জানান, তিনি কয়েক বছর আগে প্রকাশিত একটি জাল টাকার খবরের জন্য তাদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন মোঃ হাসিনুর রহমান। এ ঘটনার একটি অডিও ক্লিপ প্রতিদিনের সংবাদের কাছে সংরক্ষিত রয়েছে। সাংবাদিকরা আরও অভিযোগ করেন, এ ঘটনার পর তাদের জীবন হুমকির মুখে পড়েছে এবং তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। ঘটনায় মোঃ সিরাজুল ইসলাম আপন বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃংখলা অনেকটাই নাজুক। তবু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি। আশা করি পুলিশ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *