বড়াইগ্রাম পৌর’তে রোভার স্কাউটের জনতার বাজারের শুভ উদ্বোধন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
দ্রব্যমূল্যের দাম যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে বেড়ে যাচ্ছে বিভিন্ন পণ্যের দাম। তাই জনগণের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগ এবং পৌরসভা ও নাটোর স্বার্থরক্ষা কমিটি ও রোভার স্কাউটের ছাত্রদের সহযোগিতায় জনতার উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’। আজ
বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বড়াইগ্রাম পৌর মার্কেটর সামনে এই জনতার বাজারের কার্যক্রম শুরু হয়। এ জনতার বাজার সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

এই বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সব ধরনের শাক-সবজি, থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এতে করে সাধারণ মানুষরা কিছুটা কম মূল্যে এসব পণ্য ক্রয় করতে পারবেন জনতার বাজার। এই বাজারে ন্যায্যমূল্যে মিলছে নানা ধরণের পণ্য। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে তা তুলে দেওয়া হচ্ছে ভোক্তার হাতে।
জনতার বাজারে শুভ উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর স্বার্থরক্ষা কমিটির বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক সাজেদুল বাসার, জান্নাতুল ফেরদৌস মাহি ও সদস্য সুমন, সালাউদ্দিন অনিক ও স্কাউট সদস্য সোহাগ ও তার সহযোগী। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন স্যারের দিক নির্দেশনা জনস্বার্থেই বাজার অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *