রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ পান করানোর অভিযোগ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার হাসান আলী
রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ নামের একটি রাসায়নিক পান করানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক পানের কারণে দুই শিশু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

শিশু দুটি সম্পর্কে দুই বোন। একজনের বয়স চার বছর, অন্যজনের বয়স তিন। শিশু দুটির বাবা পেশায় গাড়িচালক। বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা শিশু দুটিকে ড্যামফিক্স পান করিয়েছেন বলে স্বজনেরা পুলিশ ও চিকিৎসককে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

রামেক হাসপাতালের মুখপাত্র জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস উত্তরভূমিকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনেন স্বজনেরা। স্বজনেরা জরুরি বিভাগে জানান, শিশু দুটির মা তাদেরকে ড্যামফিক্স নামের একটি রাসায়নিক খাইয়ে দিয়েছেন।

তিনি জানান, ছোট বাচ্চাদের পাকস্থলি ওয়াশ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সেটা না করে অন্য উপায়ে চিকিৎসা চলছে। তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। ভর্তির পর দুজনকে একই ওয়ার্ডে রাখা হয়েছিল। সন্ধ্যার পর ছোট বাচ্চাটির শারীরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শিশু দুটির ব্যাপারে চিকিৎসকেরা খুবই সতর্ক আছেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম উত্তরভূমিকে বলেন, ‘শিশু দুটির মা সুস্থ নন বলে শুনছি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজনেরা জানিয়েছেন। এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। মানসিক ভারসাম্যহীন হলে অভিযোগ করলেও কোন লাভ হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *