রবিনা আক্তার সেতু
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে গণজমায়েত কর্মসূচি পালন করা হয়। রবিবার সকাল ১১ টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্নয়ক সালাউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার
আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচার দাবি করেন। রাজশাহীতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেয়া হলে সেটি প্রতিহতেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা।