নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০০৬ সালের অক্টোবরের নারকীয় ওই গণহত্যার সাথেও জড়িত ছিল আওয়ামী লীগ। খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও আওয়ামী সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। এখন নতুন বাংলাদেশে নারকীয় ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নেতা শাহাদাত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হাফেজ খাইরুল ইসলাম প্রমুখ।