সেপ্টেম্বরে সড়কে মৃত্যু ৪২৬

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক:
গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন।নিহতদের মধ্যে ৪২ শতাংশই বাইক আরোহী। সোমবার রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য দিয়েছে।

রোড সেফটির প্রতিবেদন বলছে, গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন।

এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনায় ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট মৃত্যুর হিসেবে ৪২ শতাংশ।

দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

তারা জানায়, নিহতদের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৩ জন; এছাড়া ৯৭ জন পথচারী মারা গেছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ।

এ সময় ৫৪ জন যানবাহনের চালক ও সহকারীও নিহত হয়েছেন, এই হিসেব হল মোট মৃত্যুর ১১ দশমিক ৬৭ শতাংশ।

প্রায় চারশ সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬২টিবা ৪১ দশমিক ৩২ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে।এছাড়া ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং ৫টি দুর্ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *