ময়মনসিংহ (ভালুকা) থেকে মোঃ আব্দুস সালাম :
ময়মনসিংহে ভালুকায় ৯ বছরের শিশু কন্যা কে হত্যা করেছে তার মা ,বলে খবর পাওয়া গেছে।
ভালুকা মডেল থানার পুলিশ ঘাতক মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে ।
জানা যায় গত ৪ অক্টোবর বিকেল ৫টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবের তালুকদারের বাসায় এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, ঘাতক মা কেয়া চক্রবর্তীর স্বামীর নাম প্রসেনজিৎ চক্রবর্তী। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে। স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিল। ৪ অক্টোবর বিকেলে স্বামী বাহিরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় ঘাতক মা কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে ।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।