রাজশাহীতে সাবেক যুবদল ও ছাত্রদল নেতা কে বহিষ্কার

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে তার কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগে সাবেক এক যুবদল ও আরেক সাবেক ছাত্রদল নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগর বিএনপির আলাদা দুই চিঠিতে এ দুজনকে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃত এ দুজন হলেন-রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সোমবার রাজশাহী অঞ্চলিক শিক্ষা ভবনে অন্যায়ভাবে তালা ঝোলানো, পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণনাশের হুমকি প্রদান এবং তাকে অফিস থেকে বের করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদ সুইট ও তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সব সদস্য পদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হলো।

এর আগে সোমবার বিকালে একদল তরুণ মাউশির আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীর অফিসে যান। ‘আমরা স্থানীয়’ পরিচয় দিয়ে তারা পরিচালককে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে পরিচালক মাউশির মহাপরিচালককে ফোন করার জন্য মোবাইল ফোন হাতে নেন। কিন্তু ওই তরুণরা তাকে ফোন করতে বাধা দেন। চাপের মুখে অধ্যাপক ব্যানার্জী কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর ওই তরুণরা কার্যালয়ে তালা দেন। তারা সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *