জন্মভূমি নিউজ ডেক্স
আজ দুপুর প্রায় সাড়ে ১২ টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে স্টেশন থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে পুরানাপৈল রেলক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি ষ্টেশন বেলা ১২ টায় অতিক্রম করে। এরপর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রমের সময় একটি কচু বোঝাই ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এ সময় রেললাইনের পাশে ট্রাকের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুরাণাপৈল রেলক্রসিংয়ের গেইট কিপার ইমরান মণ্ডল জানান, মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২ টার দিকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার আগে রেললাইনের উপর একটি কচুবোঝাই ট্রাক উঠে পড়লে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রাক থেকে ড্রাইভার ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে যায়। এরপর ড্রাইভার-হেলপার ও স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। ট্রেনের গতি কমলেও ট্রেনটি থামাতে পারেনি চালক। এতে রেল ক্রসিং অতিক্রমের সময় ট্রেনটির ধাক্কায় ট্রাকের ইঞ্জিনের অংশ দুমড়ে-মুচড়ে রেল লাইনের পশ্চিম পার্শ্বে পড়ে যায়। আর ট্রেনটি কিছু দূর গিয়ে থেমে যায়।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হাসান বলেন, জয়পুরহাট হিলি সড়কের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় কোনো নিহত বা আহতদের ঘটনা পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রেল লাইনের দুপাশে যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত স্থান থেকে ট্রাকটি সরিয়ে ফেললে দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়।