জয়পুরহাট জেলা প্রতিনিধ
আনসার সদস্যকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর পণ্য আটককে কেন্দ্র করে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও কাস্টমসে দায়িত্ব পালনরত আনসার সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যের কলার ধরার অভিযোগে দুই আনসার সদস্যকে তুলে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ফেরত দিয়েছে বিজিবি। তবে এই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে বিজিবি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি আনসার কর্মকর্তার।
বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটায় ভারতীয় এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিকস, শাড়ি কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। জিরো পয়েন্ট গেটের সামনে মালামালগুলো কাস্টমস চেকিং অফিসে আনার সময় বিজিবি ও আনসার সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবি সদস্যের কলার ধরার অভিযোগে নায়েক সুবেদার একরামুলের নেতৃত্বে বেশ কয়েকজন বিজিবি সদস্য কাস্টমসে প্রবেশ করে আনসার সদস্য পরিতোষ চন্দ্র ও ফরিদ হোসেনকে চেংদোলা করে জিরো পয়েন্ট বিজিবির পোস্টে তুলে নিয়ে যান।
খবর পেয়ে কাস্টমস সহকারী কমিশনার নার্গিস পারভীন ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরপরই উপস্থিত হন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাস্টমস ও বিজিবি কর্মকর্তাদের মধ্যে বৈঠক বসে। এ সময় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয় এবং অভিযুক্ত বিজিবি ও আনসার সদস্যদের ঘটনার সূত্রপাত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় তিন ঘণ্টা পর আটক করে রাখা দুই আনসার সদস্যকে কর্মকর্তাদের সামনে হাজির করা হয়।বলে জানান তিনি