নাটোর জেলার ডিবি উত্তম কাজের জন্য ১০টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন।

মোঃ কায়েস উদ্দিন
প্রতিনিধি বড়াইগ্রাম

নাটোর জেলার পুলিশ সুপার আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি এস.এম আবু সাদাদ এর নেতৃত্বে এস.আই আরিফ, এস.আই মিনারুল,এস.আই শহিদুল, এস.আই আবঃরাজ্জাক, এস.আই আহসান,এস.আই হাবিব,এ.এস.আই আবেদুর,এ.এস.আই রবিউল,এ.এস.আই মোমিন,এ.এস.আই আমজাদ,এ.এস.আই জলিল,সঙ্গী ফোর্স সহ নাটোর জেলার ৫২টি ইউনিয়ন, ৮টি পৌরসভা মাদকদ্রব্য উদ্ধার, চোরাই অটোরিকশা উদ্ধার, চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার, চোরাই মাইক্রোবাস উদ্ধার, ভিকটিম উদ্ধার, সহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক ৮টি পুরস্কার এবং পুলিশ সুপার নাটোর মহোদয় কর্তৃক ২টি পুরস্কার প্রদান করেন, ডিবি নাটোরকে উত্তম কাজের জন্য পুরস্কার প্রদান করায় মাননীয় আইজিপি মহোদয় এবং পুলিশ সুপার নাটোর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা ডিবি। নাটোর জেলার জনসাধারণ জেলা ডিবি কে আইনশৃঙ্খলা রক্ষায় অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *