ফ্রান্সের কাছে হেরে গিয়ে শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো সফর (Euro Cup 2024)। আগামী ইউরোতে আর দেখা যাবে না মহাতারকাকে। ইউরোর সঙ্গে সঙ্গে কি পর্তুগালের জার্সিতেও শেষ ম্যাচ খেলে ফেললেন সিআর সেভেন? সোশাল মিডিয়ায় পর্তুগাল-ফ্রান্স ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা সেই মহানায়ক নিজের কেরিয়ার নিয়ে কোনও মন্তব্য করেননি।
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অবশ্য জানাচ্ছেন, এখনই বুট জোড়া তুলে রাখছেন না রোনাল্ডো। সেরকম সম্ভাবনা তিনি অন্তত দেখছেন না। মার্টিনেজের এহেন মন্তব্য রোনাল্ডো ভক্তদের জন্য ভালো খবর। এখনও তাঁর পা থেকে ম্যাজিক দেখা বাকি। সাংবাদিক বৈঠকে মার্টিনেজ বলেছেন, ”ম্যাচের শেষে এটা বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যক্তিগত ভাবে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এটুকু বলতে পারি।”