রাজশাহী ফায়ার সার্ভিসের ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ কাজী আব্দুল হালিম
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৬৩ তম ব্যাচের ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ পরিচালক মো. ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।

বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মুরশেদ। কোর্স কো-অডিনেটর ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী উপ-সহকারীপরিচালক আক্তার হামিদ খান।

প্যারেড কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হলে বিউগলের সুর বেজে ওঠে। প্যারেড কমান্ডার সকলকে সাবধান করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর সকল নবীন ফায়ার ফাইটাররা দেশের সেবায় নিয়োজিত থাকার শপথ বাক্য পাঠ করেন।

তিনি নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধার সাথে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামরুজ্জামান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেন। উদ্ধার কাজে অংশ গ্রহন করতে গিয়ে জীবন দানকারী সকল শহীদ ফায়ার ফাইটারদের স্মরন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় তিনি নবীন ফায়ারফাইটারদের অভিনন্দন জানান।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার আমলে আধুনিকায়ন ও যুগোপোযোগি করে গড়ে তোলা হয়েছে। টিটিএল গাড়ীসহ অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়োগ দেয়া হয়েছে। ভবিষ্যতেত্ত নারীদের নিয়োগ অব্যাহৃত থাকবে বলে আমরা আশাবাদী।
নবনিযুক্ত ফায়ার ফাইটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা প্রশিক্ষনলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অগ্নিনির্বাপনসহ সকল দুর্যোগে সফল হতে হবে। শুধু প্রশিক্ষন নিলে হবেনা তা বাস্তব জীবনেও কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে অত্র স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্টেশন থেকে আগত কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান অতিথি ৮৫ জন নবীন ফায়ারফাইটারদের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা, আচার-ব্যবহার; লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে নির্বাচিত ১জন চৌকসকে ‘ চৌকস পদক’ পরিয়ে দেন। চৌকস পদকপ্রাপ্ত হলেন, মোহাম্মদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *