ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহর ত্রিশাল উপজেলার সাবেক জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল খালেক এর সুযোগ্য সন্তান আনোয়ার সাদাত। মরহুম আব্দুল খালেক ত্রিশাল সংসদীয আসনের একবার এমপি এবং ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও ২বার নির্বাচিত হয়েছিলেন। এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে উপজেলা জুড়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন মরহুম আব্দুল খালেক এমপি। দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে একজন মানবিক রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপজেলাবাসীর মাঝে প্রতিষ্ঠা করে দুনিয়ার মায়া ত্যাগ করে গেছেন তিনি।
তার মৃত্যুর পর একজন সৎ রাজনীতিবিধকে হারিয়ে ত্রিশাল উপজেলাবাসী যখন একজন সৎ জনবান্ধব রাজনৈতিক নেতার অভাবে ভূগছিলো ঠিক সেই মুহুর্তে চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারই সুযোগ্য পুত্র আনোয়ার সাদাতকে প্রার্থী হিসাবে পেয়ে যেন স্বস্থির নিঃশ্বাস ফেলছেন। মরহুম আব্দুল খালেক এমপির সুযোগ্য পুত্র আনোয়ার সাদাত এবার নির্বাচনে বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রার্থীতা উপজেলাবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবার চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে সহজ হবে এমনটাই ভাবছেন ভোটাররা।
তপসিল অনুযায়ী ৩য় ধাপে আগামীকাল ২৯ মে অনুষ্ঠিত হবে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল ৮টা থেকে বিকাল ৪,টা পর্যন্ত ১২৩ টি কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা। তফসিল ঘোষনার পরপরই মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশে দেখা দিয়েছে ত্রিশালের প্রতিটি এলাকায়। ত্রিশালে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ইতিমধ্যে হাট-বাজার, চা স্টলে, পাড়া-মহল্লায় মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আনোয়ার সাদাত এর নাম।
সরজমিনে উপজেলার কাঁঠাল বাজার,কালির বাজার,কানিহারী, নতুন বাজার,আহাম্মদাবাদ
,কুলুবাড়ী মোড়,বালিপাড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসছে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে আনোয়ার সাদাতকে চাচ্ছেন সাধারণ ভোটাররা। বাবা মরহুম আব্দুল খালেক এমপি একজন ভালো মনের মানুষ ছিলেন,তাই আসছে নির্বাচনেও খালেক এমপির মত একজন সৎ জনবান্ধব জনপ্রতিনিধি পেতে তার উত্তরসরী হিসাবে ছেলে আনোয়ার সাদাতেই আস্থা রাখতে চান সাধারণ ভোটাররা। সাবেক জনপ্রিয় এমপির সন্তান হওয়ায় উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরাও তার সাথে দিনরাত নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন।
আনোয়ার সাদাত এর বাড়ি উপজেলার বালিপাড়া ইউনিয়নে হলেও ব্যবসায়িক প্রয়োজনে উপজেলা শহরেই তার অবস্থান,তাই সেবা গ্রহীতারা তাকে কাছে পান সব সময়। এই পেক্ষাপটে চেয়ারম্যান পদে তার বিকল্প কাউকে চিন্তা করছে না ভোটাররা।
বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা মনে করছেন, মরহুম আব্দুল খালেক এমপি একজন সাদা মনের মানুষ ছিলেন, উনার মতো নির্লোভ মানুষ জনপ্রতিনিধিকে হারিয়ে ত্রিশালবাসী যে অভাবে ছিলেন তার ছেলে সেই চেয়ারে বসলে জনগণের সেই অভাব পুরণ হবে। পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন বলেও মনে করছেন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা। আনোয়ার সাদাত এর মতো একজন মানুষ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদেরও কাজ করতে সহজ হবে। ত্রিশাল উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে আনোয়ার সাদাত এর বিকল্প নেই নেই বলে গুঞ্জন রয়েছে ত্রিশালে।
এব্যাপারে আনোয়ার সাদাত বলেন, আমার মরহুম বাবা এই উপজেলার এমপি ছিলেন,উপজেলা চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়েছিলেন, ত্রিশালের উন্নয়নে ‘ওনার তো অনেক পরিকল্পনা ছিল। অনেক কাজ অসমাপ্ত রয়েছে। সেই কাজগুলো শেষ করার জন্য আমি ত্রিশালে কাজ করতে চাই।বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে উপজেলাবাসীকে নিয়ে ভালো থাকতে চাই। ফলে বিগত দিনের উপজেলার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলাম, এখনো আছি, আগামীদিনেও থাকতে চাই।