মোঃ সফিকুল ইসলাম নাজির
বিশেষ প্রতিনিধি (নরসিংদী)
আজ (এগারো) ১১ ই মে রোজ শনিবার ২০২৪।আলহামদুলিল্লাহ.,,নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল (প্রস্তাবিত) ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন।
নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন এর নির্মান কাজের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা।
নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান, (সাবেক অতিরিক্ত সচিব) বীরমুক্তিযোদ্ধা সামসুজ্জামানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা: এটি এম গোলাম দস্তগীর এর সঞ্চালনায় নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও রাফাহ ওয়েল ফেয়ার টাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ সাইদুর রহমান রাসেল উদ্ভোদন করেন।
নরসিংদীর জন মানুষের অনেক দিনের স্বপ্ন নরসিংদীতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল
হবে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।
লোকেশন:- নরসিংদী নতুন বাসস্ট্যান্ডের দক্ষিণে শিলমান্দী ইউনিয়নের বাগহাটা মৌজার টেকপাড়ায় মদনগন্ঞ্জ রোডের ৬নং ব্রিজের পরেই রাস্তার পূর্বপার্শে। ইতিমধ্যেই ওখানে ৪৪৬ শতাংশ জমি ক্রয় করে নির্মাণকাজ শুরু হচ্ছে.।