লালমনিরহাটে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি এবং স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠি

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র আয়োজনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এ সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক, সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র সভাপতি এস এম আবু হাসনাত রানা, সহ-সভাপতি রফিকুল আলম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার রায় পল্টন, সদস্য ডাঃ আশিক ইকবাল মিলনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে লালমনিরহাটে “শোন যুক্তিই আমার সৌন্দর্য” স্লোগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টায় লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল মিলনায়তনে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র আয়োজনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায় “দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এ বিষয় নিয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক, সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র সভাপতি এস এম আবু হাসনাত রানা, সহ-সভাপতি রফিকুল আলম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার রায় পল্টন, সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বির্তক প্রতিযোগিতার মডারেটর, বিচারক মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বির্তক প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট কলেজিয়েট স্কুল এর শিক্ষার্থীগণ পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *