মোঃ রাসেল মিয়া
স্টাফ কোয়ার্টার
সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে নরসিংদী শহর ও এখানকার জনপদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এরই মাঝে আজকের নরসিংদী সর্বোচ্চ তাপমাত্রা নরসিংদী রেকর্ড করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় নরসিংদী জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ওয়েধার স্কেলে নির্ধারণের মাধ্যমে সর্বচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। এমন আরও দুইদিন বিরাজ করতে পারে।
এ দিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, দুপুর থেকেই মরুভূমির মতো তাপ অনুভূত হচ্ছে নরসিংদী সহ আশেপাশে এলাকায়। তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণিকূল। অস্বস্তি বাড়ছে জনজীবনে।
চলমান তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ মৌসুমি ফসল।