রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘার আলিফ ট্রেডার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেঁপুকুরিয়া গ্রামে অবস্থিত আলিফ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর এলাকার ইনছার আলী কয়েক বছর ধরো তেঁপুকুরিয়ায় আলিফ ট্রেডার্স নামে একটি বড় গোডাউন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি মূলত নতুন – পুরাতন প্লাস্টিকের ক্যারেট, কাটুন, বস্তা, রশি, পেপার পাইকারি ক্রয়বিক্রয়ে করে থাকে। এছাড়াও পুরাতন নষ্ট ভাঙ্গা ক্যারেটসহ অনেক প্লাস্টিক গুড়া ও ছোট ছোট করে কেটে দেশের বিভিন্ন কোম্পানিতে ট্রাকে করে বিক্রি করে। তার প্রতিষ্ঠানে ৫/৭ জন কর্মচারী নিয়মিত কাজ করে। আজ দুপুরে হঠাৎ গোডাউনটিতে আগুন লাগে। এই আগুনের ঘটনায় ইনছার আলীর প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানায় সেখানকার কর্মচারি সহ স্থানীয়রা।
স্থানীয় রনি আহমেদ বলেন, দুপুরে হঠাৎ ইনছার ভাইয়ের গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এর পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এক সাথে আগুন নিভানোর কাজ শুরু করে এবং কিছুক্ষন পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোডাউনে থাকা মালপত্র পুড়ে ছায় হয়ে যায়। এতে ইনছার ভাইয়ের আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছি।
উল্লেখ্য, আগুনের ঘটনার সময় ইনছার আলী ঘটনার স্থলেই ছিলেন। নিজ প্রতিষ্ঠানের ভয়াবহ আগুনের লেলিয়ান শিখা দেখে অসুস্থ হয়ে পরেন তিনি । বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছেন ইনছার আলী। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।