মোঃহালিম কাজী রাজশাহী
নাটোর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, খেলাধূলার চর্চা যুবকদের মাদক থেকে দূরে রাখতে পারে। শরীর ও মন দুই-ই ভালো রাখতে তিনি খেলাধূলার চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়ায় স্কুল-কলেজ ও ক্রীড়া সংগঠণের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে বিভিন্ন স্কুল-কলেজ ও ক্রীড়া সংগঠণের মাঝে ৭২টি ফুটবল, ৩২টি ভলিবল এবং ৫ টি ক্রিকেট সেট বিতরন করা হয়।
এসিল্যান্ড সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, ক্রীড়া সংস্থার সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।